আদালতে জামিন পেলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত বিজেপি নেতা : যড়যন্ত্র বললেন মুক্ত নেতা

9th July 2020 11:02 pm কলকাতা
আদালতে জামিন পেলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত বিজেপি নেতা : যড়যন্ত্র বললেন মুক্ত নেতা


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : গত ৩রা জুলাই ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা শহরতলি জেলার সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হরিদেবপুর থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ও প্রতারণার অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগ ওঠার পর তিনি আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে দলের রাজ্য নেতৃত্তের কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও তিনি জানান দল তার পদত্যাগপত্র গ্রহণ করেনি এবং দল তার পাশে আছে বলেই জানিয়েছে। আজ উচ্চ আদালতে এই অভিযোগ এর শুনানিতে সোমনাথ বন্দ্যোপাধ্যায় কে জামিন মঞ্জুর করে আদালত। আদালতে জামিন পাওয়ার পর সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত। শুধুমাত্র পরিকল্পিতভাবে তাকে ও তার দলকে কালিমালিপ্ত করার জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ আদালতে তার জামিন পাওয়ার মধ্য দিয়েই তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তিনি আদালত ও আইনি ব্যবস্থার কাছে কৃতজ্ঞ। ইতিমধ্যেই এর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ তিনি নিয়েছেন।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।